শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ব্রিজটি কয়েক গ্রামের আতঙ্ক

ঝালকাঠি প্রতিনিধি

সদর উপজেলার চৌপলা-নথুল্লাবাদ সড়কের অবদার খালের ওপর নির্মিত বিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে এ ব্রিজ দিয়ে। এক পাশ ইতিমধ্যে হেলে পড়ায় যে কোনো সময় ব্রিজটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রামবাসী। তারা এটি অপসারণ করে নতুন করে একই স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ব্রিজটি বহু পুরনো হওয়ায় ইতিমধ্যে একদিকে হেলে পড়েছে। অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে কিছু অংশ। এ ব্রিজ দিয়েই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ কয়েক গ্রামের মানুষ যাতায়াত করে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী দুর্ঘটনার ভয়ে নিয়মিত বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। তাদের শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর