শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

হোটেল বন্ধ, পরিষ্কার হচ্ছে নর্দমা

মানিকগঞ্জ প্রতিনিধি

সদর হাসপাতালটি ময়লার ভাগার বানানো নিয়ে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। সীমানা ঘেঁষে গড়ে উঠা যেসব হোটেল থেকে হাসপাতালের প্রাচীর ভেঙে ভিতরে আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করছিল সেসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলগুলো হলো স্বাদ, ওয়েলকাম, রাজ, ভাই ভাই ও আল মোবারক। গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, যারা হাসপাতালের ভিতর আবর্জনা ফেলে নর্দমা বানিয়েছিল তারাই সেগুলো পরিষ্কার করছে। হোটেলের ব্যবহৃত পানি ও বর্জ্য ড্রেনে ফেলার জন্য হাসপাতালের প্রাচীরের ভিতর দিয়ে পাইপ বসানো হচ্ছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, হাসপাতালের সীমানার ভিতর আবর্জনা ফেলার কারণে হোটেল বন্ধ করে দেন জেলা প্রশাসক।

সর্বশেষ খবর