শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সড়কে ঝরল ৯ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বরিশালে আহত হয়েছেন তিন বিশ্ববিদ্যালয় ছাত্রসহ চারজন।

ময়মনসিংহ : ত্রিশালে রাস্তা পারাপারের সময় দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আব্দুর রহিম (৭০) ও তার ভাই ব্যাংক কর্মকর্তা ওয়াহেদ আলী। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহরে এলাকায় বাসচাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম একজন মুক্তিযোদ্ধা। এদিকে ভালুকা পৌরসদরের নতুন বাসস্ট্যান্ডে গতকাল সকালে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম আনোয়ার হোসেন (৪২)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার হারুনুর রশিদের ছেলে। নারায়ণগঞ্জ : রূপগঞ্জে ট্রাকচাপায় একে ফজলুল হক (৩৭) নামে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপ-পরিদর্শক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক কুমিল্লা জেলার চোদ্দগ্রাম থানার হোসেনপুর এলাকার আব্দুল হকের ছেলে। অপরদিকে নিষিদ্ধ ইছারমাথায় (স্থানীয় পরিবহন) পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক তানভির (১৪) নিহত হয়েছেন। গতকাল উপজেলার দাউদপুর ইউনিয়নের আবুলের ডাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানবির ওই এলাকার জামান মিয়ার ছেলে। আড়াইহাজারে সিএনজি অটোরিকশাচাপায় মারা গেছেন গোপালদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুই বারের নির্বাচিত কাউন্সিলর জয়নাল (৫০)।

বগুড়া : শেরপুর উপজেলায় ট্রলিচাপায় মহররম আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। নিহত মহররম আলী উপজেলার হাপুনিয়া গ্রামের শহীদুল্লাহর ছেলে। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় গতকাল ট্রাকের ধাক্কায় মধুমালা খাতুন (২৫) নামে এক গৃহকর্মি নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। নিহত মধুমালা একই উপজেলার জগন্নাথপুর গ্রামের আরজেত আলীর মেয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর