রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিরাজগঞ্জে এক রাতে ছয় বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক রাতে ছয়টি বাল্যবিয়ে বন্ধ করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে  দেবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়ার পাশাপাশি অভিভাবক ও কাজীদের অর্থদ- প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু, কাদাই, বাগবাটী দক্ষিণপাড়া, শিয়ালকোল ইউপির শিবনাথপুর, খামারপাইকশা, কানগাতী ও মালগাতী গ্রামে ছয়টি বিয়ে বাড়িতে অভিযান চালানো হয়। প্রত্যেক মেয়ের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় সবগুলো বিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বর-কনে ও অভিভাবকদের ৫ থেকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর