রবিবার, ১৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

বেনাপোলের সঙ্গে খোলা থাকছে হরিদাসপুর

বেনাপোল প্রতিনিধি

ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর গতকাল ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সংশোধিত নোটিস প্রকাশ করে বেনাপোল ইমিগ্রেশনকে অবহিত করেছে। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানান, ১৪ মার্চ (শনিবার) থেকে বেনাপোল-হরিদাসপুর পথে শুধু নেপাল ও ভুটানের নাগরিক, অফিসিয়াল, কূটনৈতিক, ইউএন ও ইন্টারন্যাশনাল পাসপোর্টধারী, সার্ক ভিসা, জব ভিসা, প্রজেক্ট ভিসা এবং ১৩ মার্চের পর ভারতে ভিসা পেয়েছেন এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাসপোর্টধারীরা ভারত গমনাগমন করতে পারবেন।

ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তিদের ক্ষেত্রে উল্লিখিত আইন বা নিয়ম প্রযোজ্য হবে না।

ভারতীয় পাসপোর্টধারীগণ আগের নিয়মে বন্দর ব্যবহার করতে পারবেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ১৫ মার্চ (আজ) থেকে খুলনা-কলকাতার মৈত্রী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’ বন্ধ থাকবে। যাত্রী স্বল্পতার কারণে ট্রেনটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সর্বশেষ খবর