সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

করোনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা

সারা বিশ্বে এখন করোনাভাইরাস আতঙ্ক। বাংলাদেশে তিনজন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে সারা দেশে। কেউ কেউ অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। তবে কুমিল্লার খেটে খাওয়া মানুষ জীবনের তাগিদে ছুটে চলছেন। তারা জানিয়েছেন করোনাভাইরাস নিয়ে তাদের ভাবনা। কুমিল্লা শহরের গোলাপ মিয়া নামে এক মৌসুমি ফল বিক্রেতা বললেন- করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোটেও বিচলিত নন তিনি। দিন শেষে ৮০০-১০০ হাজার টাকা নিয়ে ভাড়া বাসায় যেতে পারলেই খুশি। করোনায় মানুষ অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, আপনার ভয় করে না- এমন প্রশ্নে গোলাপ মিয়া স্মিত হাসি দিয়ে বলেন, ‘আমার কামের শইল (শরীর), আমার কিছুই হইতো না।’ কান্দিরপাড় এলাকায় তালা মেকানিক শামিম বলেন, ‘ভাই হোনেন, করুণা (করোনা) হইলো আল্লার গজব। পাপীরা এই গজবে ধ্বংস হইবো। আমরা পাপ করি না। তাই টেনশন নাই।’ করোনা ভয় না পাইলে মাস্ক পরেছেন কেন? এমন প্রশ্নের জবাবে শামিম বলেন, হারাদিন ধুলাবালির মইধ্যে কাম করি। নাক দিয়া ধুলাবালি যায়, রাইতে সর্দি লাগে। ধুলা বালি থেকে বাইচতে মুখোশটা পরি। একই এলাকায় এলোভেরা দিয়ে শরবত বিক্রি করেন খসরু। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। খসরু বলেন, ভাই হারাদিন শরবত বেচি, রাইতে হাওন (খাওয়া) শেষে একট্টু টিভি দেইখ্যা ঘুমাই। ভয় লাগনের সময় কই। সিএনজি অটোরিকশা চালক বাবলু মিয়া। বাড়ি চান্দিনার মাইজখার। করোনাভাইরাস নিয়ে বাবলু বলেন, ভাই সপ্তাডা না ঘুরতেই ১২০০ টেহা কিস্তি দেওন লাগে। করুণায় ভয় পাইয়া কি অইবো। করুণায় কী করবো।

সর্বশেষ খবর