সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষক ও ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। বাগেরহাটে শনিবারের দুর্ঘটনায় আহত আরও দুজন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা দাড়িয়েছে আটজনে। এছাড়া দুই জেলায় সড়কে প্রাণ গেছে আরও দুজনের। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু পশ্চিমপাড় মহাসড়কের কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে শিক্ষক-ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিক্ষক আবদুল খালেদ মাহমুদ (৩০), মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১৫), ইয়াসিন আরাফাত (১৮) ও ইলিয়াস হোসেন (১৭)। তারা সবাই ঢাকার তেজগাঁও বেগুনবাড়ী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছিলেন। বাগেরহাট : ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় চারজন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। নিহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- অপূর্ব হাওলাদার (৩৬), লাফিজা আক্তার জান্নাতী, রুমি আক্তার (৩৫), হামিদা বেগম (৩০) ও আব্বাস উদ্দীন (৪৫)। শনিবার বিকালে ওই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর : গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিবরিয়া (১৫) নামের এক স্কুলছাত্র নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত কিবরিয়া গাংনী  পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার খড়মপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে। টঙ্গী : গাজীপুরের টঙ্গী-কালিগঞ্জ সড়কের শিলমুন বাজার এলাকায় গতকাল গাড়িচাপায় এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের পরনে ঘিয়া রঙের পাঞ্জাবি ও লুঙ্গি রয়েছে। এদিকে বগুড়ার আদমদীঘি রেলওয়ে স্টেশন এলাকায় গতকাল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক পাগলের মৃত্যু হয়েছে।

 নিহত তোফাজ্জল (৩৫) উপজেলার কড়ই ডারারপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর