সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

যুবদলের সম্মেলনে পুলিশি হামলা, লাঠিচার্জ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে যুবদলের কর্মী সম্মেলন চলাকালে পুলিশের হামলায় কেন্দ্রীয় নেতা ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ কেন্দ্রীয় নেতাসহ ১৮ জনকে আটক করে। তবে মামলার আসামি বেনজির আহমেদ ছাড়া সবাইকে শনিবার দিবাগত রাতেই ছেড়ে দেওয়া হয়।

শনিবার রাত ৮টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। জেলা যুবদল সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বেলতলা এলাকায় মহানগর যুবদলের উদ্যোগে ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলন চলছিল। ওই সম্মেলন শেষ হওয়ার আগ মুহূর্তে পুলিশের এ হামলার ঘটনা ঘটে। পুলিশের বেপরোয়া লাঠিপেটায় আহত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, জেলা যুবদল নেতা গাজী মাহাবুব, আবদুল আল ফারুকসহ অন্তত আটজন।

এর মধ্যে সাংবাদিক নুরুল ইসলামের বাম হাত ভেঙে গেছে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রোপচার করা হয়। অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবু সেলিম চৌধুরী, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহবুবুল হাসান, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মধুখালী বিএনপির সভাপতি রাকিবুল ইসলাম, মধুখালী বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, মধুখালী উপজেলা বিএনপির অর্থ সম্পাদক লিয়াকত আলী শেখসহ মোট ১৮ জনকে আটক করে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, শহরের বেলতলা এলাকায় যুবদলের সভা চলাকালে পুলিশ সেখানে হাজির হয়। ওই সময় ওই সভার লোকজন পুলিশের ওপর ইট ছুড়তে থাকে। ফলে পুলিশ বাধ্য হয়ে লাঠিপেটা করে।

সর্বশেষ খবর