সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশ-শ্রমিক সংঘর্ষ মামলায় ৪৬ আসামি জেলহাজতে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের ভজনপুর এলাকায় পুলিশের সঙ্গে পাথর শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় ৪৬ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এ সময় ৪ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে গতকাল ৫০ জন আসামির উপস্থিতিতে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। ওই ৫০ আসামি এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জানা যায়, গত ২৬ জানুয়ারি কয়েক হাজার পাথর শ্রমিক মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় সড়ক অবরোধ করে। পুলিশ অবরোধ তুলে নিয়ে আলোচনার প্রস্তাব দেয়। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষ বাধে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় এক পাথর শ্রমিক নিহত হন। ৮ পুলিশ ও ৩ র‌্যাব সদস্যসহ আহত হন ৩০ জন। শ্রমিকরা পুলিশ ও র‌্যাবের চারটি গাড়ি ভাঙচুর করে।

সর্বশেষ খবর