সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

বগুড়া-১ উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আগামী ২৯ মার্চ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপনির্বাচন। এখন ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। করোনা আতঙ্কে তারা সমাবেশ না করে শুধু গণসংযোগ করছেন। আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) শাহাদারা মান্নান শিল্পী ও তার ছেলে শাখাওয়াত হোসেন সজল এবং দলীয় নেতারা শনিবার সোনাতলার ভেলুরপাড়া, হলিদাবগা ও পৌর এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় মহিলা ভোটারদের সঙ্গে ছোট আকারে একাধিক উঠান  বৈঠক করা হয়। বিএনপির প্রার্থী (ধানের শীষ) একেএম আহসানুল তৈয়ব জাকির গত শুক্রবার গণসংযোগ করেন সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায়। জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম গত শুক্রবার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ ছাড়া বটগাছ ও বাঘ প্রতীকের প্রার্থীদের বিভিন্ন এলাকায় গণসংযোগ করতে দেখা যায়।

সর্বশেষ খবর