বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দেশব্যাপী নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ছিল গতকাল। দিনটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী ছিল নানা আয়োজন। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, আলোকসজ্জা ও বিশেষ প্রার্থনা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

কুমিল্লা : নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে গাছের চারা রোপণ করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজনে কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড প্রাঙ্গণে উদ্বোধন করা হয় বঙ্গবন্ধুর ম্যুরাল। কিশোরগঞ্জ : তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। টাঙ্গাইল : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় সেচ্ছায় রক্তদান কর্মসূচি। রাঙামাটি : জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া কর্মসূচির মধ্যে ছিল- জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা দরিদ্র জনগোষ্ঠী, কারাগার, হাসপাতাল ও পথ শিশুদের খাবার বিতরণ ও বিশেষ প্রার্থনা। পিরোজপুর : ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সব সরকারি-বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ঝালকাঠি : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সেখানে বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক। শরীয়তপুর : জেলা পরিষদ কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়। এর আগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেরপুর : জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। দুপুরে জেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়া : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করা হয়। এছাড়া দিনটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। চাঁদপুর : ৩১ বার তোপধ্বনি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুভ সূচনা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী পালিত হয় নানা কর্মসূচি। ফেনী : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর : কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভায় অংশ নেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এদিকে ‘আমরা ক’জন মুজিব সেনা’ এর ব্যানারে শহরের সোনামিয়া ঈদগাহ ও আব্দুল লতিফ জামে মসজিদে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সারাদেশের অন্য সব জেলা-উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

সর্বশেষ খবর