বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

কৃতজ্ঞ বাঙালি জাতির পিতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

 দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না। তার দূরদৃষ্টির নেতৃত্বে আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি। কৃতজ্ঞ বাঙালি শ্রদ্ধার সঙ্গে জাতির পিতার জন্মদিন পালন করছে, বঙ্গবন্ধুকে স্মরণ করছে। গতকাল বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্যাপ্টেন তাজ বলেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশ একে অপরের পরিপূরক, লাল-সবুজের পতাকার অপর নাম শেখ মুজিব। যারা জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করার সুযোগ পেয়েও হাত ছাড়া করল তারা অকৃতজ্ঞ বাঙালি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, সায়েদুল ইসলাম বকুল, কবির হোসেন, কাজী জাদিদ আল রহমান জনি, তফাজ্জল হোসেন, এ কে এম শহিদুল হক বাবুল, মাহবুবুর রহমান উজ্জ্বল, মাহমুদুল হাসান ভূঁইয়া, আল আমিন, সৈয়দ আ. আজিজ, জুয়েল আহমেদ, আলাউদ্দিন সরকার, অহিদ মিয়া, নাছির উল্লাহ, এম এস রানা, আ. রাজ্জাক, জামাল হায়দার প্রমুখ।

সর্বশেষ খবর