বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

দাপটের সঙ্গে চলছে ২১ অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দাপটের সঙ্গে চলছে ২১ অবৈধ ইটভাটা

বগুড়ায় পৌর এলাকার ভিতর অবৈধভাবে স্থাপিত ২১ ইটভাটার কার্যক্রম চলছে দাপটের সঙ্গে। যদিও সরকারিভাবে পৌর এলাকার মধ্যে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ। জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতরের কাছে এ সব অবৈধ ইটভাটার তালিকা থাকলেও কোনো প্রতিকার হচ্ছে না। বগুড়ায় অবস্থিত রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, সরকার পরিবেশ দূষণ বন্ধে পৌর এলাকা থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করার বিষয়ে বলেছে। পৌর এলাকার মধ্যে কোনো ভাটা রাখা বা গড়া যাবে না। তারপরও বগুড়া পৌর এলাকায় ২৭টি ইটভাটা থাকায় ২০১৯ সালের ১৫ জুলাই এ ভাটা বন্ধে চিঠি দেয় পরিবেশ অধিদফতর। ওই চিঠি পেয়ে মালিকরা ভাটা চালানোর জন্য পরিবেশ অধিদফতর এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হয়। এরপর মাদলা এলাকার খান অ্যান্ড সন্স ইটভাটা ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে তখন আরও চারটি ভাটা মালিক নিজ উদ্যোগে অপসারণ করেন।  সবশেষ গত ২৪ ফেব্রুয়ারি ভ্রাম্যমাণ আদালত সুজাবাদ এলাকার আর এন্ড এস নামের ভাটাটি বন্ধ করে দেয়। ২৭টি ভাটার মধ্যে ৫টি অপসারণ এবং ১টি বন্ধ ঘোষণা করা হলেও বাকি ২১টির কার্যক্রম অব্যাহত আছে। ২১টি ভাটায় এখন চলছে ইট প্রস্তুতের কাজ। এ সব ভাটায় ইট পোড়ানো শুরু হলে আশপাশের লোকজনের শ^াসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়ে যায়। এলাকায় বায়ু দূষণ ও আবহাওয়া সব সময় গরম থাকে বলে জমিতে ভালো ফলনও পায় না চাষিরা। পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আশরাফুজ্জামান জানান, পৌর এলাকার মধ্যে যে ইটভাটা রয়েছে সেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পৌর এলাকায় কোনোভাবেই ইটভাটা রাখা যাবে না। কমপক্ষে এক কিলোমিটার বাইরে ইটভাটা গড়তে হবে সরকারি বিধি মেনে।

সর্বশেষ খবর