বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা
জব্দ মাদক আত্মসাৎ

ওসিসহ ৫ জনকে প্রত্যাহার

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে। প্রত্যাহার পুলিশ সদস্যরা হলেন- শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, এসআই আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আবদুল মান্নান ও ইকবাল হোসেন। খুলনার ডিআইজি ড. মুহাম্মদ মহিদ উদ্দিনের এক অফিস আদেশে সোমবার তাদের প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি আতাউর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হলো। একই সঙ্গে এসআই আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আবদুল মান্নান ও ইকবাল হোসেনকে সংযুক্ত করা হলো জেলা পুলিশ লাইনে।

জানা যায়, ওসি ও তার সহযোগীরা জব্দ করা ৪৫০ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা আত্মসাৎ করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর