বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

চেয়ারম্যানের বিরুদ্ধে ১৩ ‘মিথ্যা মামলা’

পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের নামে বার বার মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার ইউপি কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে। লিখিত বক্তব্য পেশ করেন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন। তিনি বলেন, ‘তেঁতুলিয়া উপজেলার ঝাড়ুয়াপাড়ার আবদুস সাত্তার নামে এক ব্যক্তি বগুড়ার ময়নুল হক, রেজাউল বারী, হাসিব, ইমতিয়াজ ও আমিনুরের কেনা ৬৬ শতক জমি দেখভাল করতেন। সাত্তার এক বছর আগে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আবদুল হামিদের কাছে ওই জমির ৪০ শতক ভাড়া দেন। ভাড়াটে হামিদ একপর্যায়ে সাত্তারকে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে দ্বিতীয় বার ৪০ শতকের রেজিস্ট্রি করে সেখানে ঘর তোলেন। এ নিয়ে চেয়ারম্যানের কাছে বিচার দিলে তিনি উভয়পক্ষকে মীমাংসার পরামর্শ দেন। হামিদ বিরোধ মীমাংসা না করে গত এক বছরে তার (চেয়ারম্যান) ও এলাকার ১২ জনের বিরুদ্ধে ১৩টি মিথ্যা মামলা করেন। সবগুলো মামলা করেছেন আদালতে। আর সব মামলার সাক্ষী একই ব্যক্তি।

সর্বশেষ খবর