বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

বগুড়া, কক্সবাজার ও ঝালকাঠীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। বগুড়ার শেরপুরে চাল বোঝাই ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। গতকাল বিকালে শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের উপজেলার দুবলাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম মো. আলম হোসেন (৩০)। তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের সোলায়মান আলীর ছেলে। এদিকে অটোরিকশার সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। রেজাউল করিম শাহজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে। গতকাল সকালে শেরপুর-ধুনট সড়কের বথুয়াবাড়ী সেতুতে ওই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাংয়ে কারের চাপায় মোটরসাইকেল আরোহী রিয়াজ মো. সামি (২৮) ও পেকুয়ার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় ট্রাকচাপায় সাইফুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় ও বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। নিহত দুজনের মধ্যে সামি চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকার মো. ইলিয়াছের ছেলে ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাইফুল পেকুয়া উপজেলার মগনামার মটকাভাঙ্গা এলাকার শফিউল আলমের ছেলে ও মগনামা জাগরণ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের আমতলা বাজার এলাকায় গতকাল বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টেম্পো উল্টে মনিন্দ্র নাথ বড়াল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। নিহত মনিন্দ্র নাথ উপজেলার নৈকাঠি গ্রামের শান্তি ভুষণ বড়ালের ছেলে।

সর্বশেষ খবর