বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুপথযাত্রী!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি স্কয়ার ক্লিনিকের ভুল চিকিৎসায় এক রোগী মৃত্যুর সঙ্গে লড়ছেন। মুমূর্ষু নাসরিন আক্তার ইতিকে ঝালকাঠি স্কয়ার ক্লিনিক থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশাল থেকে এক দিন পর ঢাকায় স্থানান্তর করা হয়। রোগীর স্বামী কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘আমার স্ত্রীকে ক্লিনিকের ওরা মেরে ফেলছে। আমার স্ত্রী বাঁচবে না। ক্লিনিকে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী নাই। যোগ্য ডাক্তার দ্বারা সিজার করানো হয়নি। এর আগেও এখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। নাসরিন আক্তার ইতি ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠির  কাওসার হোসেনের স্ত্রী। ১৫ মার্চ সকালে ঝালকাঠি গুরুধাম ব্রিজ-সংলগ্ন স্কয়ার ক্লিনিকে বাচ্চা প্রসবের জন্য ভর্তি হয়েছিলেন। ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মো. মাহামুদ হাসান রোগীকে জানান তাকে সিজার করে বাচ্চা প্রসব করতে হবে। প্রেসার লো থাকা অবস্থায় ১৫ মার্চ দুপুরে সিজার করলে রোগী স্ট্রোক করে বলে জানান রোগীর স্বামী। পরে তড়িঘড়ি করে রোগীকে অজ্ঞান অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে আইসিইউতে পাঠান স্কয়ার ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানে একদিন রাখার পর অবস্থার অবনতি হলে রোগীকে ঢাকা জেনারেল কিডনি হাসপাতাল এ প্রেরণ করা হয়। বর্তমানে রোগী ঢাকায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

 

 

সর্বশেষ খবর