শিরোনাম
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসতবাড়ি রক্ষার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় ৬টি ধর্মীয় প্রতিষ্ঠান ও শতাধিক বসতবাড়ি রক্ষা করে ফোরলেন সড়ক করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৫ গ্রামের মানুষ। গতকাল বুধবার সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন হয়। এ সময় ৫ গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আকছির এম. চৌধুরী। তিনি বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ফোরলেন মহাসড়ক নির্মাণ করার জন্য ভূমি মাপজোক করা হয়েছে। কিন্তু  রহস্যজনক কারণে কৃষিজমি ও ফাঁকা জায়গা  থাকা সত্ত্বেও সড়কটি সোজাসুজি না করে বাঁ দিকে বেশ কয়েকটি বাঁক ঘুরিয়ে ৫টি গ্রামের ওপর দিয়ে মাপজোক করা হয়েছে। এতে সাতপাড়া, আনন্দপুর, দ্বিজয়পুর, রহিমপুর বঙ্গেরচর গ্রামের শতাধিক বাড়িঘর, ৩টি কবরস্থান, ১টি মাদ্রাসা, ১টি মসজিদ ও ১টি ঈদগাহ ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। অপরদিকে সড়কটি তোলাবাড়ি এলাকা থেকে কৃষি জমির ওপর দিয়ে সোজা কেন্দুয়াই মেলার মাঠের দক্ষিণ পাশ দিয়ে দিয়ে স্থলবন্দর পর্যন্ত করা হলে শতাধিক বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা পাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর