বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাঁশের সাঁকোই ভরসা

দিনাজপুর প্রতিনিধি

বাঁশের সাঁকোই ভরসা

দিনাজপুরের চিরিরবন্দরের দুটি গ্রামের মাধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর উপর বাঁশের সাঁকোই ভরসা হাজারও মানুষের চলাচলের। নদীতে সেতু না থাকায় ওই এলাকায় কেউ বিয়ে করতে রাজি হয় না।  প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে চলাচল করেন কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সাঁকো দিয়ে নদী পারাপার হয় চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। স্থানীয়রা জানান, সাঁকোর উভয় দিকের বিভিন্ন গ্রামের কৃষকের উৎপাদিত পণ্য সরবারহের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হন। রোগীসহ পণ্য পরিবহনের জন্য বিকল্প পথে ৫-৬ কিলোমিটার ঘুরে চলাচল করতে হয়। চিরিরবন্দরের আব্দুলপুর ইউপি সদস্য নুর ইসলাম শাহ জানান, এখানে একটি ব্রিজ নির্মাণ জরুরি। অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস প্রবেশ করতে না পারায় রোগীর কষ্ট সহ্য করতে হয়। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট দফতরে বার বার আবেদন জানিয়েও সারা পাইনি। তিনি আরও জানান, এপারের মানুষের জমি ওপারে এবং ওপারের মানুষের জমি এই পারে রয়েছে। উৎপাদিত পণ্য নিয়ে পারাপারে সমস্যায় পড়ছেন তারা। নদীতে ব্রিজ নির্মাণ হলে আশপাশের গ্রামের জীবনযাত্রার মান পাল্টানোর পাশাপাশি বদলে যাবে গ্রামীণ অর্থনীতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর