শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

আকাশ থেকে আম পাতায় মধু পড়ার গুজব!

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আকাশ থেকে আম পাতায় মধু পড়ার গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে পাতা সংগ্রহ করে চেটেপুটে খাচ্ছেন। তাদের ধারণা সৃষ্টিকর্তা গজব (করোনাভাইরাস) দিয়েছেন, আবার রহমতও (আম পাতায় মধু) দিয়েছেন। কুমিল্লা নগরীর রানীর দিঘি এলাকার নেওয়াজ বাগ বাসার আম গাছের কিছু পাতা গতকাল দুপুরে ভেজা দেখা গেছে। ওই বাসার গৃহিণী রওশন আরা জানান, পাশের বাসার লোকজন থেকে শুনেছেন আম পাতায় মধু পড়েছে। তিনি ছাদে গিয়ে আমপাতায় মধুর মতো দেখেছেন। মুখে দিয়ে দেখেছেন মিষ্টি লাগছে। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, আম গাছে এক প্রকার পোকার আক্রমণে পাতা জলীয় দেখায়। এটা স্বাভাবিক বিষয়।

সর্বশেষ খবর