শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খানাখন্দে ভরা সড়ক, দুর্ভোগ

চলার অনুপযোগী বাটাজোর-শরিকল সড়ক -বাংলাদেশ প্রতিদিন

গৌরনদী উপজেলার বাটাজোর-শরিকল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। মাত্র ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশির ভাগ স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সড়কটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় ওই রুটে কমে গেছে বাস চলাচল। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ওই রুটের অভ্যন্তরীণ বাস। স্থানীয়রা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর, শরিকল ও নলচিড়া ইউনিয়ন এবং বাবুগঞ্জ উপজেলার কয়েক হাজার বাসিন্দা চলাচল করেন। ৩ বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশা হওয়ায় ক্ষুব্ধ পথচারীসহ যানবাহন চালকরা। এই সড়কে যান তো দূরের কথা, জনসাধারণের হেঁটে চলাচলও দুষ্কর হয়ে পড়েছে। পরিণত হয়েছে ‘মরণফাঁদে’। ভুক্তভোগী এলাকাবাসী জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। বাটাজোর-শরিকল সড়কের বেহাল দশার কথা স্বীকার করে গৌরনদী উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান জানান, সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলে দ্রুত সড়ক সংস্কার কাজ শুরু হবে।

 

সর্বশেষ খবর