শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর আধুনিক হাসপাতালে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নবজাতকের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার বিকালে নওগাঁ সদর উপজেলার হরিরামপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী বানু বেগম পুত্রসন্তান জন্ম দেন। জন্মের পর শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শিশুটির ফটোথেরাপি দেওয়া হয়। ফটোথেরাপি মেশিনটি একটি নির্দিষ্ট সময় পর খুলে দিতে হয়। নির্দিষ্ট সময় পার হলে শিশুর শরীর পুড়ে যেতে শুরু করে এবং একাংশ কালো হতে থাকে। এই অবস্থা দেখে নবজাতকের বাবা, নানী কর্তব্যরত নার্সদের ডাকতে থাকেন। নার্সরা তাদের ডিউটিকক্ষে ঘুমিয়েছিল। অনেক ডাকাডাকি করেও ভিতর থেকে তারা বলে ভোর ৬টার আগে তারা আসবেন না। স্বজনদের অভিযোগ নার্সদের জোড়হাত করে অনুরোধ করলেও তারা দরজা খোলেনি। একপর্যায়ে শিশুটি মারা যায়। ঘটনার সময় ওই ওয়ার্ডে রোজিনা ও তানিয়া নামে দুজন সিনিয়র স্টাফ নার্স দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। সদর হাসপাতালের আরএমও ডা. মুনির আলী আকন্দকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি বলেন, ব্যাপারটি তারা দেখবেন।

সর্বশেষ খবর