শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

কসবায় বাল্যবিয়ে বন্ধ কনের মা আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করেন। এ সময় কনের বাবা পালিয়ে যান, মাকে আটক করে থানায় নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার কবির হোসেন কসবা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তাদের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ওই শিশু মেয়েটির বিয়ে ঠিক করেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাগিচাগাঁও এলাকার এক ব্যবসায়ী ছেলের সঙ্গে। গতকাল বিকালে তাদের বিয়ের সব রকমের প্রস্তুতি ছিল। বাল্যবিয়ের খবরটি এলাকার লোকজন স্থানীয় সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হককে মুঠোফোনে অবহিত করেন। মন্ত্রী বিষয়টি কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সর্বশেষ খবর