শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পরিবারের সবাই শ্রবণ প্রতিবন্ধী!

নেত্রকোনা প্রতিনিধি

পূবর্ধলা উপজেলায় এক পরিবারের সব সদস্য শ্রবণ প্রতিবন্ধী। তাদের কেউ মাটি কেটে, কেউ সেলুনে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। পূর্বধলা উপজেলার জামধলা বাজারের পাশে এ পরিবারের বাস।

সরেজমিন দেখা যায়, বাহার উদ্দিন (৭০) বয়সের ভারে নুয়ে পড়েছেন। পরিবারের সদস্য মঞ্জু ও রমজান সংসারের হাল ধরেছেন। বাহার উদ্দিনের দুই ছেলের মধ্যে বড় আবদুল হাশিম (৫৫)। তিনি দিনমজুরের কাজ করতেন। নানা অসুস্থতায় এখন কাজে যেতে পারেন না। স্ত্রী গত হয়েছে তিন বছর হয়। হাশিমের দুই মেয়ে ও তিন ছেলে। তারাও বাবা-দাদার মতো কানে শুনেন না। তবে ইশারায় সব বুঝেন। বড় দুই মেয়েকে বিয়ে দিলেও এক মেয়ে বাবার বাড়িতেই থাকেন। কাজ করেন মাটি কাটা শ্রমিকের। বাহার উদ্দিনের নাতি ১৭ বছরের মঞ্জু কাজ করে সেলুনে। কানে না শোনার কারণে অনেক সময় মানুষ আসেও না তাদের কাছে। তার ছোট দুই ভাই রমজান (১৩) ও বাদল (৭)। বড় ভাই মঞ্জুর কথা বলায়ও রয়েছে সমস্যা। স্পষ্ট হয় না কথা। খোঁজ নিয়ে জানা যায়, পূর্বধলা উপজেলায় শ্রবণ প্রতিবন্ধীর সংখ্যা অনেক বেশি। শতকরা প্রায় ২৫ দশমিক ২০ ভাগ। নেত্রকোনা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল থেরাপিস্ট ডা. কাজী মুশফেকুর রহমান জানান, গত ৩ ফেব্রুয়ারি পূর্বধলায় তিন দিনের মোবাইল ক্যাম্প করলে সেখানে শুধু শ্রবণ প্রতিবন্ধীই আসেন ১২৩ জন। নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলাল উদ্দিন জানান, উন্মুক্তভাবে প্রতিবন্ধী তালিকা তৈরি হয়। সেখানে কেন ওই পরিবারটি আসেনি খোঁজ নেয়ে দেখবেন। তাদের খোঁজখবর করে সমাজসেবার আওতায় আনা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর