শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্কুলের মাঠে নির্মাণসামগ্রী

মেহেরপুর প্রতিনিধি

স্কুলের মাঠে নির্মাণসামগ্রী

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে নির্মাণসামগ্রী

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে স্তূপ করে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। মাঠজুড়ে নির্মাণসামগ্রী থাকায় গত মঙ্গলবারও শিক্ষার্র্থীদের অ্যাসেম্বলি হয় স্কুলের বারান্দায়। প্রতিষ্ঠানটির মাঠের পুরো অংশে রয়েছে নির্মাণসামগ্রী আর ক্লাসরুমে থাকছেন নির্মাণশ্রমিকরা। এই চিত্র গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে। স্কুলের নতুন ভবন নির্মাণ গত ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখনো চলমান। ফলে শিক্ষার্থীরা খেলাধুলাও করতে পারছে না। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা জানান, চার শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টিতে। শিক্ষার্থীদের কোলাহল ও হই-হুল্লোড়ে মুখোর থাকত মাঠ। সেই মাঠ দখল করে রেখেছে সংস্কার কাজের নির্মাণসামগ্রী। শুধু মাঠই নয়, বিদ্যালয়ের দুটি কক্ষ দখল করে নির্মাণশ্রমিকদের জন্য রাত যাপনের ব্যবস্থা করেছেন ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আক্তারুজ্জামান জানান, প্রায় আড়ায় কোটি টাকা ব্যয়ে স্কুলে নতুন চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ হচ্ছে। শ্রেণিকক্ষ তো দূরের কথা, বিদ্যালয় মাঠেও নির্মাণসামগ্রী রাখার নিয়ম নেই। প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের কারণে মেনে নিতে হচ্ছে।

সর্বশেষ খবর