শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি

গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমীন বলেছেন, বিশে^র বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারির আকার ধারণ করেছে। বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। তাই এ বিষয়ে জনসচেতনতা ও চিকিৎসায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গতকাল এক বিবৃতিতে মুফতি রুহুল আমীন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ছুটি বাতিলের আহ্বান জানিয়ে বলেন, নিত্যপ্রয়োজনীয় মার্কেট ছাড়া সব ধরনের শপিংমলসহ জনসমাগমের সব কিছু বন্ধ ঘোষণা করতে হবে। অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়াতে পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে। সমাজের বিত্তবানদের গরিব-অসহায়দের দাঁড়াতে হবে। তিনি দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ মেনে চলা এবং বেশি বেশি তওবা-ইস্তেগফার ও বিশেষ দোয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর