রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত

দিনাজপুর প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত

দিনাজপুরের নবাবগঞ্জের সঙ্গে রংপুরের পীরগঞ্জ উপজেলার সংযোগস্থলে একমাত্র সেতুটির ওপর দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে। যে কোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়ে প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামে একটি বিলের ওপর এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করে হাজার হাজার মানুষ।

ঝুঁকিপূর্ণ সেতুটির দুই পাশের দারিয়াসহ ৫০ গ্রামের মানুষের দাবি সেতুটি ভেঙে ফেলে নতুন সেতু নির্মাণের। দীর্ঘদিন থেকে এই দাবি জানানো হলেও এখনো সাড়া পাননি বলে জানান স্থানীয় মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম বাদশা। নবাবগঞ্জের মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম বাদশা জানান, সেতুটি নির্মাণের জন্য এলজিইডির দিনাজপুরের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর