রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাজেকে হাম আক্রান্ত ১০৮ শিশু চিকিৎসাধীন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে হাম রোগে আক্রান্ত ১০৮ শিশুকে চিকিৎসা সেবা দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের চিকিৎসার জন্য গতকাল বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদহ মৌজায় পৌঁছায় রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের চারজনের বিশেষ টিম। এর আগে গত শুক্রবার বিকালে পাঁচজনের একটি চিকিৎসা দল সাজেকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ১০৮ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, সাজেক ইউনিয়নে হাম রোগে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে জেলা স্বাস্থ্য বিভাগের দুটি বিশেষ টিম পাঠানো হয়েছে। এখন আগের চেয়ে আক্রান্তরা কিছুটা ভালো আছে। টিমগুলো বিভক্ত হয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। একজন রোগীকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সাজেকে চিকিৎসাধীন রয়েছে। আপাতত যে দুটি টিম পাঠানো হয়েছে তারা কাজ করছেন। প্রয়োজনে আরও টিম পাঠানো হবে। তবে পরিস্থিতি এতটা ভয়াবহ নয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম অরুণপাড়া, নিউথাংপাড়া এবং হাইচপাড়ায় গত কয়েক দিনে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ রোগে প্রাণ হারায় ছয় শিশু। এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগে। আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থাসহ এলাকায় সচেতনতা বাড়াতে পাঠানো হয় বিশেষ মেডিকেল টিম।

সর্বশেষ খবর