রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাঁচ পরিবারের ৯ বসত ঘর পুড়ে ছাই

প্রতিদিন ডেস্ক

বগুড়ার শেরপুরে অগ্নিকান্ডে পাঁচ পরিবারের নয়টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুঘাট ইউনিয়নের বানিয়াগাতিতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, বানিয়াগাতি গ্রামের শহিদুল ইসলামের ছেলে কৃষক সুলতান মাহমুদ ও তার চার ভাই পাশাপাশি টিনের বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ঘটনার সময় এসব বাড়িতে কেউ ছিলেন না। এ সময় হঠাৎ তাদের বসতঘর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন তারা। পরে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকান্ডে তাদের নয়টি টিনের ঘর, নগদ প্রায় তিন লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, দুটি ফ্রিজসহ বাড়ির আসবাবপত্র পুড়ে যায়।

ঠাকুরগাঁওয়ে পুড়ল চার দোকান  : বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৪টি দোকানের মালামাল পুড়ে গেছে। শুক্রবার রাত ১২ টার দিকে শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত নিউ মার্কেটে মোজাম্মেল হকের কসমেটিকের দোকান থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সর্ভিসের উপ-সহকার পরিচালক লুৎফর রহমান।

সর্বশেষ খবর