শিরোনাম
রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাল্যবিয়ের দায়ে কাজী ও বরের বাবার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে বাল্যবিয়ের দায়ে কাজী ও বরের বাবার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যমুনাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিভাবকদের সম্মতিতে বাল্য বিয়ে সম্পন্ন করার দায়ে বর ইব্রাহিম হোসেনের বাবা মো. কাজল মিয়াকে ত্রিশ হাজার টাকা ও বাল্য বিয়ে রেজিস্ট্রারে নথিভুক্ত করায় মির্জাপুর ইউনিয়নের কাজী আব্দুস সালামকে দশ হাজার টাকা জরিমানা করেন।

কনের বাবাকে অর্থদ- : টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহের ঘটনায় কনের বাবা আবুল কালামকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা গতকাল এ দ-াদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার এসডিএস মোড় এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মেয়ের বাবা ও মাকে থানায় নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর