রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইটভাটা দখলে নেওয়ার পাঁয়তারা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রতারণা ও অবৈধভাবে অর্থবাণিজ্য, হয়রানি করে ইটভাটা দখলে নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মেসার্স কাসেম ব্রিকসের স্বত্বাধিকারী ও স্কুলশিক্ষক আবুল কাশেম। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্যে আবুল কাশেম অভিযোগ করেন, সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের আবদুল্লাহ আল মামুন ও  কে এম তহিদুল ইসলাম চয়নের কাছ থেকে বিভিন্ন সময়ে ঋণ বাবদ এক কোটি ১২ লাখ ৬১ হাজার টাকা নেই। এই টাকার সুদসহ পরিশোধ করার পরও আমার কাছে ৬২ লাখ টাকা তাদের পাওনা থাকে কী করে। আমি ঋণমুক্ত হওয়ার জন্য ভাটার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা ধরে পাওনা বাকি টাকা কর্তন করে ৫০ ভাগ মালিকানা তাদের দিতে চুক্তিবদ্ধ হই। কিন্তু তারা ঝিনাইদহ বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে তিন কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকা পাওনা আছে বলে মামলা করে। আদালত উভয় পক্ষকে মিলেমিশে ভাটা পরিচালনার আদেশ দিলেও তা না মেনে ইটভাটার কার্যক্রম তারা জোরপূর্বক বন্ধ করে দিয়েছে এবং টাকা পরিশোধের জন্য বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছে। এদিকে আবদুল্লাহ আল মামুন ও কে এম তহিদুল ইসলাম চয়ন তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান।

সর্বশেষ খবর