রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

হাজতির মৃত্যু

গাজীপুরে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রানা (৩৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিনাচালা এলাকার সোহেল রানার ছেলে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা খাতুন জানান, মাসুদ রানা কারাভ্যন্তরে শুক্রবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। -গাজীপুর প্রতিনিধি

কোটি টাকার ডলার জব্দ, আটক

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গতকাল আটক করেছে বিজিবি। জসিম বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে। বিজিবি জানায়, গোপনে তারা জানতে পারে এক ব্যক্তি হুন্ডির চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছেন। এর ভিত্তিতে বিজিবি বাহাদুরপুর মাঠে অবস্থান নেয়। তথ্যমতে এক যুবককে ধান্যখোলা মাঠ থেকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-বেনাপোল প্রতিনিধি

বিচার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউপির ওয়ার্ড ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারের বিচার দাবিতে গতকাল মানববন্ধন হয়েছে। ঘাটুরা গ্রামের আঞ্চলিক সড়কে গতকাল এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন। বক্তারা বলেন, বর্তমানে করোনা আতঙ্কে রয়েছে সারা দেশ। তবে ঘাটুরা গ্রামবাসী তার চেয়ে বেশি আতঙ্ক নিয়ে দিনযাপন করছে। তাদের ইউপি সদস্য মাদক ব্যবসা, চোরাই গ্যাস বাণিজ্য ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা ইউপি সদস্যের বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষককে লাঞ্ছনার প্রতিবাদে সভা করেছে নাগরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদ। কলেজ শিক্ষক মিলনায়তনে গতকাল এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় দোষীদের শাস্তির দাবিতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মুক্তা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিক্ষকরা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমীনকে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভায় উপস্থিত ছিলেন- গোলাম রব্বানী, রওশন আলম, হাফসা বেগম মুন্নী, শরীফ মিয়া, কুশল ভৌমিক প্রমুখ। গত বৃহস্পতিবার রাতে নাগরপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের ওই প্রভাষক সদর বাজারে চশমা মেরামত করতে গেলে কয়েকজন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে।

-টাঙ্গাইল প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে পুলিশের মাইকিং

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের সিদ্ধিরগঞ্জপুল এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে তিন ভাগে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক। পুলিশ জানায়,  সিদ্ধিরগঞ্জে ফিরেছেন অনেক প্রবাসী। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

দোয়া মাহফিল

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মবার্ষিকী ও করোনাভাইরাসের হাত থেকে দেশবাসীকে হেফাজত কামনায় দাউদকান্দি ও মেঘনা উপজেলার কয়েকটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পার্টির সাংগঠনিক সম্পাদক মাখন সরকারের উদ্যোগে ওলামা পার্টি ও যুব সংহতির নেতারা এই দোয়ার আয়োজন করেন। দাউদকান্দিতে ওলামা পার্টির সভাপতি মাওলানা ইউনুস ও যুব সংহতির আহ্বায়ক মতিনের তত্ত্বাবধানে, মেঘনায় লুটেরচর ও সোনারচরে নুরুল আলম এবং কবির হাউদের উদ্যোগে মিলাদ মাহফিল হয়। উপস্থিত ছিলেন মো. ইকবাল বেপারী, বাসেদ, রনি শিকদার, বিল্লাল, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। -দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর