রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

অর্ধশত ভুয়া কার্ড বানিয়ে দুস্থদের চাল আত্মসাৎ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে ভিজিডির অর্ধশতাধিক ভুয়া কার্ড বানিয়ে দীর্ঘদিন ধরে দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে। এক বছর সম্প্রতি পর বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। অভিযোগ তদন্তে ইউএনও তিন সদস্যের কমিটি গঠন করেছেন। এ ছাড়া সঠিক কার্ডধারীদের চাল দিতে ট্যাগ অফিসারকে নির্দেশ দিয়েছেন।

ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ১১৮ নম্বর কার্ডধারী শিউলী বেগম জানান, তার নামে কার্ড হলেও তিনি কখনো চাল পাননি। ৩ মার্চ ইউনিয়নের সচিব তামান্না পারভীন চাল দেবার কথা বলে তার কাছ থেকে কিছু টিপসই নিয়েছেন। পরে ৩০ কেজি চাল দিলে আমি তা গ্রহণ করিনি। কেননা আমার নামে ২০১৯ সাল থেকে কার্ড করা হয়েছে। কার্ডধারী চায়না বিশ্বাস এবং শিখার পিতা দেখানো হয়েছে খগেন বিশ্বাসকে। খগেন বলেন, চায়না ও শিখা নামে আমার কোনো মেয়ে নেই। জানা যায়, ভাষানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কার্ডধারী রিফা, নারগিস, রিনা ও নাজমা উপজেলার আকোটের চর, ঢেউখালী ও চরভদ্রাস বসবাস করেন। এদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কখনোই চাল পাননি বলে জানান। স্থানীয়রা জানান, এ ইউনিয়নের ২৮৪টি কার্ডের মধ্যে বেশির ভাগই ভুয়া। এ কার্ড দেখিয়ে প্রতিমাসে চাল উঠিয়ে নিচ্ছে ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা। কয়েকজন মহিলা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিলে চাল আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। গত ২৪ ফেব্রুয়ারি চাল বিতরণের দিন অধিকাংশ কার্ডধারী চাল নিতে না আসায় দ্বিতীয় দফায় ৩ মার্চ চাল বিতরণ করা হয়। এ সময় ২৮৪টি কার্ডের বিপরীতে ২২৪টির চাল বিতরণ করা হয়। বাকি ৬০টি কার্ডের চাল এখনো ইউনিয়ন পরিষদে সংরক্ষিত রয়েছে। ভাষানচর ইউপি চেয়ারম্যান ছমির বেপারী বলেন, ‘যারা অভিযোগ করেছেন তারা কার্ডধারী। কার্ড নিয়ে যদি কোনো অনিয়ম হয় তবে এর দায় আমার একার নয়। আমি স্থানীয় মুরব্বি-মেম্বারদের মতামত নিয়ে কার্ড দিতে বলেছি। কেউ কার্ড নিয়ে নয়ছয় করে সেটি তার বিষয়।’

সর্বশেষ খবর