শিরোনাম
সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

রাতে দোকান উচ্ছেদ এলাকায় উত্তেজনা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজারে একটি অস্থায়ী দোকান রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন তুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাজারের ইজারাকে কেন্দ্র করে হাট কমিটির সভাপতির সঙ্গে প্রতিপক্ষের লোকজনের বিরোধের জেরে দোকান উচ্ছেদের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

-ফরিদপুর প্রতিনিধি

 

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লক্ষ্মণ দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ঝাউগড়া গ্রামের নাসির উদ্দীনের সেচ মেশিনে গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামের পানু দাসের ছেলে লক্ষ্মণ জমিতে সেচ দেওয়ার জন্য মেশিনঘরে যান। এ সময় টিউবয়েল বিদ্যুতায়িত হয়েছিল। স্পর্শ করলে দুর্ঘটনা ঘটে।-আড়াইহাজার প্রতিনিধি

ডেকে নিয়ে ছিঁড়ে ফেলা হলো মনোনয়নপত্র

কুমিল্লার তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ডেকে নিয়ে প্রার্থীদের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্কুল কমিটির সভাপতি ফারহানা আফরোজা সারওয়ার। কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে সব স্কুল কমিটি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। -কুমিল্লা প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর