সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বৃষ্টিতে নষ্ট কাঁচা ইট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সোনাতলায় শনিবার দিবাগত রাতে ঝড়বৃষ্টিতে ইটভাটার লাখ লাখ টাকার কাঁচা ইট গলে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন ইট ব্যবসায়ীরা। সোনাতলা উপজেলার বালুয়াহাট, গনিয়ারীকান্দি, কুচিয়ামারী, মধ্যদিঘলকান্দী, নওদাবগা এলাকায় প্রায় ১০টি ভাটা রয়েছে। শীত মৌসুমের শুরু থেকে ওই সব ভাটায় ইট তৈরি করছে শত শত শ্রমিক।

সম্প্রতি দফায় দফায় ঝড়বৃষ্টি হওয়ায় ইটভাটা মালিকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গনিয়ারীকান্দি গ্রামের ইট ব্যবসায়ী আইয়ুব হোসেন মন্ডল জানান, চলতি মৌসুমে তিন দফায় বৃষ্টিতে তার প্রায় লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। সোনাতলা সদরের জাহাঙ্গীর আলম নান্নু জানান, বৃষ্টিতে তার ইট ভাটায় প্রায় ১২ লাখ কাঁচা ইট গলে গেছে।

কুচিয়ামারী এলাকার ভাটামালিক সাইফুল ইসলাম ও মুশফিকুর রহমান টিপু জানান, তাদের ইটভাটায় ১২ লাখ কাঁচা ইট প্রস্তুুত করে রাখা হয়েছিল। কয়েক দফায় বৃষ্টিতে সেগুলো ইট নষ্ট হয়ে গেছে। নওদাবগা এলাকার ব্যবসায়ী রাকিবুল হাসান রাঙ্গা জানান, তার ভাটায় প্রায় ৩ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর