সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাথা গোঁজার ঠাঁই নেই প্রতিবন্ধী পরিবারের

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী আজাহার পেশায় দিনমজুর। তার নিজস্ব কোনো সম্পত্তি, বাড়িঘর নেই। গ্রামে বোনের বাড়িতে টিনের একটি চাল তুলে পরিবার নিয়ে থাকছেন। বড় ছেলে সবুজও পেশায় দিনমজুর। বিয়ে করে আলাদা থাকে সে। ছোট ছেলে সাগর বুদ্ধিপ্রতিবন্ধী। বাবার সঙ্গে দিনমজুরি করে সংসারে সহযোগিতা করে। অর্থাভাবে পড়াশোনা করতে পারেনি মেয়ে আরিফা। বিলদহর বাজারে একটি টিনের দোকানে প্রতিবন্ধী বাপ-ছেলে কাজ করে অতিকষ্টে সংসার চালায়। মুজিববর্ষ উপলক্ষে দেশে ৬ লাখ ৮ হাজার গৃহহীনকে বাড়ি নির্মাণ করে দেবে সরকার এ খবর শোনার পর আশায় বুক বেঁধেছে অসহায় পরিবারটি।

স্থানীয়রা জানান, খুবই অসহায় অবস্থায় দিন যাচ্ছে ওই পরিবারের। চার সদস্যের পরিবারে দুজনই প্রতিবন্ধী। মাথা গোঁজার ঠাঁই নেই তাদের। সংসারে অভাব লেগেই থাকে। আজাহার প্রামাণিক বলেন, ‘সরকার অনেক পরিবারকে ঘরবাড়ি বানিয়ে দেয়। আমি একজন প্রতিবন্ধী মানুষ। পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করছি। সরকারের কাছে আবেদন একটি বাড়ি যেন আমাকে দেয়।’ সিংড়ার মানবাধিকার ও সমাজকর্মী আবু জাফর সিদ্দিকী বলেন, ‘সরকারের উচিত এমন অসহায় পরিবারকে বাড়িঘর নির্মাণ করে দেওয়া। এ ছাড়া বিত্তবানদের অসহায় ও মানবতার পাশে দাঁড়ানো দরকার।’

সর্বশেষ খবর