সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাজারে আসছে স্বল্প মূল্যের ‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সোমবার (আজ) থেকে পরীক্ষামূলক বাজারে আসছে কেরু অ্যান্ড কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার। বাজারে হ্যান্ড স্যানিটাইজারের স্বল্পতা দেখা দেওয়ায় কেরু কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে। করোনার সংক্রমণ ঠেকাতে হ্যান্ড স্যানিটাইজার বিশেষভাবে কার্যকর বলে বিশেষজ্ঞদের অভিমত। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আলী আনছারী জানান, রাষ্ট্রের স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেরুর নিজস্ব রসায়নবিদের মাধ্যমে এটি উৎপাদন করা হচ্ছে। ইতিমধ্যে এটি পরীক্ষা করা হয়েছে। এতে ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণু ধ্বংস হবে। ১০০ মিলিলিটার একটি হ্যান্ড স্যানিটাইজারের বোতল সর্বোচ্চ ৬০ টাকা মূল্যে বাজারে বিক্রি করা হবে-যা বর্তমান বাজারে থাকা যে কোনো হ্যান্ড স্যানিটাইজারের চেয়ে অনেক কম।

সর্বশেষ খবর