শিরোনাম
সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

নিজের তৈরি করা মাস্ক বিনামূল্যে বিতরণ

নাটোর প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিরোধে নিজ উদ্যোগে বাড়িতে বসে মাস্ক তৈরি করেছেন এক যুবক। নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের বিভিন্ন জায়গায় গতকাল বিনামূল্যে ওই মাস্ক বিতরণ করেছেন তিনি। এ দিন প্রায় ২০০টি মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণকারী যুবক মাজেদুর রহমান মুন্নার বাড়ি উপজেলার পৌর সদরের গারিষাপাড়া মহল্লায়।

মুন্না জানান, করোনাভাইরাস প্রতিরোধ করতে হলে সবার আগে আমাদের প্রত্যেকের মাস্ক ব্যবহার করা দরকার। কয়েকদিন ধরে দেখছি বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না। তারপর বাজার থেকে টিস্যু ও স্টাপলার পিন নিয়ে বাড়িতে গিয়ে নিজেই তৈরি করলাম মাস্ক। পরে সবার মাঝে বিতরণ করলাম। মুন্না বলেন, ‘আমার এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন শিকারপুর কৃষি কারিগরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান। আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই এবং সবাইকে সচেতন করি।’

সর্বশেষ খবর