মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭

আক্রান্তদের চিকিৎসায় মেডিকেল টিম

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে হাম আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লুংঠিয়ানপাড়ায় গতকাল এ ঘটনা ঘটে। এ নিয়ে এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাতজনে। গতকাল মৃত শিশুর নাম গেরাটি ত্রিপুরা (৯)। এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সাজেকে চিকিৎসাধীন রয়েছে আরও ১০৭ শিশু।  সাজেক ইউনিয়নের শিয়ালদহ মৌজার হেডম্যান (গ্রামপ্রধান) জৈপুতাং ত্রিপুরা জানান, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লুংঠিয়ানপাড়ায় গেরাটি ত্রিপুরা নামের শিশুটি কিছুদিন ধরে হাম রোগে আক্রান্ত ছিল। দিন দিন শিশুটির অবস্থার অবনতি হয়। যদিও দুই দিন ধরে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছিল। ওই গ্রামের খতি রানী ত্রিপুরা (১৩) ও মহেন ত্রিপুরা (৮) নামে আরও দুই শিশুর অবস্থাও ভালো নয়। বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইফতেখার আহমেদ জানান, আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি মেডিকেল টিম বিছিন্নভাবে ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে সেবা দিয়ে যাচ্ছে। বাঘাইছড়ির ইউএনও আহসান হাবিব জিতু জানান, জেলা প্রশাসন হামে আক্রান্ত শিশুদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

প্রসঙ্গত বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কাইচ্যাপাড়া, লুংঠিয়ান, অরুণপাড়া ও নিউ থাংনাং পাড়ায় প্রায় ১১৬ জন শিশুহাম রোগে আক্রান্ত হয়। এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছে ৭ শিশু। চিকিৎসাধীন রয়েছে আরও ১০৭ জন। তাদের চিকিৎসাসেবা দিতে কাজ করছে দুটি মেডিকেল টিমের ৯ জন স্বাস্থ্যকর্মী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর