মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ময়মনসিংহে ম্যানহোলের ঢাকনা চুরির হিড়িক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ম্যানহোলের ঢাকনা চুরির হিড়িক

ময়মনসিংহ নগরীতে দুই মাস ধরে আশঙ্কাজনক হারে বেড়েছে ম্যানহোলের ঢাকনা চুরি। এই সময়ের মধ্যে চুরি গেছে দেড় শতাধিক ম্যানহোলের লোহার ঢাকনা। নগরভবন সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হচ্ছেন পথচারীরা। দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে দুর্ভোগের বিষয়টি তুলে ধরে পোস্ট দিচ্ছেন সাধারণ এবং ভুক্তভোগী মানুষ। সিটি মেয়র, বিভাগীয় কমিশনার ও পুলিশ সুপারের আকুল আবেদন জানিয়ে সৌমিক সাদমান নামে একজন লিখেছেন, ‘কাটাখালী সাহেব কোয়ার্টার রোড এবং মেহগনি রোডের নিকটবর্তী দুই জায়গার পাঁচটি ম্যানহোলের ঢাকনা চুরি হয়েছে। আপনারা চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। না হলে বাকি ম্যানহোলের ঢাকনাগুলোও চুরি হয়ে যাবে।’ এমন সমস্যায় সিটি মেয়র ইকরামুল হক টিটু উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, প্রায় ৮০০ ম্যানহোলে লোহার ঢাকনা ছিল। গত কয়েকদিনে দেড়শর মতো চুরি হয়েছে। চুরি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে আশ^স্ত করেছে। স্থানীয়রা জানান, মাদকের টাকা জোগাড় করতেই এসব ঢাকনা চুরি হচ্ছে। পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, চুরি রোধে রাতে টহল বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর