মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

খাদ্যগুদাম পরিদর্শকসহ আটক ১২, মামলা

অবৈধভাবে সিলগালা ভাঙার অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

অবৈধভাবে সিলগালা ভাঙার অপরাধে কিশোরগঞ্জের ভৈরব খাদ্যগুদামের পরিদর্শক কামরুল হাসানসহ ১২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গতকাল জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর হোসেন ভৈরব থানায় মামলা করেছেন।

ভৈরবের ইউএনও লুবনা ফারজানা রবিবার সন্ধ্যায় পুলিশ ডেকে খাদ্যগুদাম থেকে তাদের আটক করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন। আটক অন্যরা হলেনÑ গুদামের সরদার আবদুস সালাম, শ্রমিক আবদুল হান্নান, ফরিদ মিয়া, সোহরাব হোসেন, তাজুল ইসলাম, মিটন, মন মিয়া, লোকমান হোসেন, বরজু মিয়া, রউফ মিয়া ও শ্রমিক সরবরাহকারী সারদুল্লাহ। তাদের আটকের পর ইউএনও পুনরায় গুদামটি সিলগালা করে দেন। জানা যায়, গত শনিবার বিকালে খাদ্য অধিদফতরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ ভৈরব খাদ্যগুদাম পরিদর্শনে যান। এ সময় তিনি ২ ও ৩ নম্বর গুদামে চালের মজুদ কম সন্দেহ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক কামরুল হাসানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এ ছাড়া এদিন তিনি পাশের একটি রাইস মিলের গেট গুদামের সঙ্গে খোলা দেখতে পান। পরে ২ ও ৩ নম্বর গুদাম সিলগালা করে দিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রককে গুদামের সঙ্গে রাইস মিলের সংযোগ দেয়াল দিয়ে বন্ধ করার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভির হোসেন রবিবার ভৈরব খাদ্যগুদামে গিয়ে সিলগালা করা ৩ নম্বর গুদামটির দরজা খোলা এবং গুদামের ভিতর শ্রমিকদের দেখতে পান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর