মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

বাল্যবিবাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া গতকাল কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় কনের বাবা মুচলেকা দেন। জানা যায়, সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকার ইসরাইল  চৌধুরীর অপ্রাপ্তবয়স্ক মেয়ে মিতু চৌধুরীর সঙ্গে শহরতলীর ভাদুঘর গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক ছেলের সঙ্গে আকদ বিয়ের আয়োজন করা হয়। মিতু লায়ন ফিরোজুর রহমান স্কুল অ্যান্ড কলেজের দশম  শ্রেণির ছাত্রী। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে হাফেজ মো. মাসুদুর রহমান মুন্সি নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার বনমালিপুর রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তিনি বনমালিপুর তালিমুদ্দিন এতিমখানা ও মাদ্রাসার দাওরা জামাত বিভাগের ছাত্র ছিলেন। মাসুদ উপজেলার ঘোষপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের মলিম মুন্সির ছেলে।

-বোয়ালমারী প্রতিনিধি

স্পিনিং মিলে আগুন

নরসিংদীর মাধবদীতে একটি স্পিনিং মিলের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকায় মোবারক আলী স্পিনিং মিলে গতকাল এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের মালিক ইলিয়াছ আলী বলেন, আগুনে গুদামে থাকা সব তুলা পুড়ে ছাই হয়ে গেছে। -নরসিংদী প্রতিনিধি

জাটকাসহ আটক তিন

মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ট্রাক বোঝাই ৫০ মণ ঝাটকাসহ তিনজনকে গতকাল ভোরে আটক করেছে নৌ-পুলিশ।  আটকরা হলো-  আকরাম হোসেন, সামসুদ্দিন বেপারী ও মিস্টার মল্লিক। নির্বাহী ম্যাজিট্রেট সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিন জানান, জাটকা মাছগুলো বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। আটকদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। -মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর