মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা বিশেষায়িত হচ্ছে মোহাম্মদ আলী হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করোনা বিশেষায়িত হচ্ছে মোহাম্মদ আলী হাসপাতাল

বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্তদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন স্থাপনের জন্য জেলায় ছয়টি স্থান নির্ধারণ করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসনের এক সভায় রবিবার এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। হুইপ স্বপন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে করোনা নামের এ দানবকে পরাজিত করতে হবে। এ মহামারী বিশে^ প্রায় সব দেশকে আক্রান্ত করেছে। সরকার আপনাদের সঙ্গে আছে। সরকারের একার পক্ষে এ সংকট উত্তরণ সম্ভব নয়। এর জন্য দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। চীন যেমন উহানকে করোনামুক্ত করেছে, তেমনি আমারাও পারব ইনশা আল্লাহ।’ মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির সহযোগিতার আশ্বাস দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, মোহাম্মদ আলী হাসপাতাল ছাড়াও করোনা চিকিৎসায় শজিমেক হাসপাতালের ১৪টি বেড ব্যবহার করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর