বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাজেকে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে হামে আক্রান্ত হয়ে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৮ জনে। মৃত শিশুর নাম- খেতি রাণী ত্রিপুরা (১৩) । গতকাল সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লুংঠিয়ান পাড়ায় এ ঘটনা ঘটে। এ রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সাজেকে চিকিৎসাধীন রয়েছে আরও ১০৬ জন। সাজেক ইউনিয়নের শিয়ালদহ মৌজার স্থানীয়  হেডম্যান (গ্রাম প্রধান) জৈপুতাং ত্রিপুরা জানান, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লুংঠিয়ান পাড়ায় খেতি রাণী ত্রিপুরা নামের শিশুটি কিছুদিন ধরে হাম রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। বেশ কিছুদিন বিনা চিকিৎসা থাকায় শিশুটির অবস্থার অবনতি হয়। যদিও তিনদিন ধরে জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে শিশুটি ভোর রাতে মারা যায়। ওই গ্রামে বর্তমানে মহেন ত্রিপুরা (৮) নামে আরও এক শিশু মুমূর্ষু  অবস্থায় রয়েছে।

তার অবস্থা তেমন ভালো না।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ জানান, আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২টি মেডিকেল টিম বিছিন্নভাবে ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আক্রান্ত রোগীদের সারিয়ে তুলতে। আশঙ্কাজনক মহেন ত্রিপুরাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাইচ্যাপাড়া, লুংঠিয়ান, অরুণ পাড়া ও ৮ নং ওয়ার্ডের নিউ থাংনাং পাড়ায় প্রায় ১১৪ জন শিশুহাম রোগে আক্রান্ত হয়। এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছে প্রায় ৮ জন শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে আরও ১০৬ জন শিশু। তাদের চিকিৎসাসেবা দিতে কাজ করছে জেলা স্বাস্থ্য বিভাগের ২টি মেডিকেল টিমের মাত্র ৯ জন স্বাস্থ্যকর্মী।

সর্বশেষ খবর