বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ৮ শতাধিক পিপিই হস্তান্তর শামীমের

শরীয়তপুর প্রতিনিধি

লক্ষাধিক প্রবাসীর এলাকা শরীয়তপুরে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পুলিশ এবং সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের জন্য ৮ শতাধিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এছাড়া তিনি নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮ হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভসসহ এক হাজার পিস স্যানিটাইজার সরবরাহ করেন। আওয়ামী লীগ ও বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন থেকে যৌথভাবে এই সরঞ্জামাদি সরবরাহ করা হয়। শামীম বলেন, করোনার বিস্তার প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সরকার সাধারণ ছুটিসহ করোনা মোকাবিলায় নানা পদক্ষেপ নিয়েছেন। অতীতের মতো যেকোনো এই সঙ্কটও আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করব।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, শরীয়তপুরে এখনো কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। জেলায় ৩৭৭ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। সরকার ও মন্ত্রী মহোদয়ের আন্তরিক সহযোগিতা এবং নির্দেশনায় আমরা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছি।

সর্বশেষ খবর