বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভৈরবে ইতালি ফেরত মৃত ব্যক্তি ‘করোনা’ আক্রান্ত ছিলেন না

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত মৃত আব্দুল খালেক (৬০) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। আইইডিসিআরের রিপোর্টের ভিত্তিতে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান গতকাল এই তথ্য জানান।

স্থানীয়রা জানায়, ভৈরবের জগন্নাথপুর এলাকার আব্দুল খালেক গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে বাড়িতে আসেন। পরে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে ২২ মার্চ রাতে তাকে ভৈরবের আবেদীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে স্থানীয় ডক্টরস পয়েন্টে রেফার্ড করা হলে রাতেই তার মৃত্যু হয়। আব্দুল খালেক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এমন সন্দেহে আইইডিসিআরের একটি বিশেষজ্ঞ দল সোমবার তার শরীরের নমুনা সংগ্রহ করে। রিপোর্টে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানানো হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, আইইডিসিআরের রিপোর্ট পাওয়ার পর ভৈরবের দুটি বেসরকারি হাসপাতালসহ আব্দুল খালেকের বাড়ির আশপাশের ১০টি বাড়ির বিশেষ নজরদারি উঠিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর