বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্যানিটাইজার বিতরণ

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন এলাকায় স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। জামালপুরে করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে হ্যান্ড স্যানিটাইজারসহ মাস্কের চরম সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ছাত্র ইউনিয়ন নম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। গতকাল সরকারি আশেক মাহমুদ কলেজের ল্যাবে ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখা নিজস্ব অর্থায়নে ২ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে। পরে শহরে নি¤œ আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মারুফ আহম্মেদ খান মানিক, গোবিন্দ সূত্রধর, মাফিউর রহমান, গৌতম সিংহ সাহা প্রমুখ।

ভালুকা :  ভালুকায় শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে প্রায় ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার বাসট্যান্ড এলাকায় স্থানীয় সুপ্তি সুয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন ওই মাস্ক বিতরণ করেন। নেত্রকোনা :  নেত্রকোনা জেলা শহরের সড়কের মোড়ে মোড়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম। রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশু ছায়া মোড়ে মোড়ে পরিবহনে সচেতনতা চালাচ্ছে। রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করছে। অন্যদিকে মদন উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় লিঙ্গের সদস্যরা করছেন লিফলেট ও মাস্ক বিতরণ।

বাউফল : পটুয়াখালীর বাউফলে তিন হাজার পরিবারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ কার্যক্রম শুরু করেছে পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাউফল (বাকলা)। গতকাল বাউফল সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর