বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

আলতু খান জুট মিলের উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলতু খান জুট মিলের উৎপাদন কার্যক্রম ১৫ দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সেখানে কর্মরত শ্রমিকদের মাঝে আপদকালীন সহায়তা হিসেবে মিল কর্তৃপক্ষ মজুরির টাকা পরিশোধের পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করে মিল কর্তৃপক্ষ। প্রত্যেক শ্রমিককে তাদের পাওনা মজুরি পরিশোধের পাশাপাশি ২৫ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল ও ১ কেজি করে তেল প্রদান করা হয়েছে। এই পাটকলে ২ হাজার ৫০০ শ্রমিক এবং ৩০০ কর্মচারী রয়েছেন।

ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে অবস্থিত এই আলতু খান জুট মিলটি গত এক দশক আগে প্রতিষ্ঠিত হয়। প্রতি মাসে প্রায় ২৩ টন উন্নতমানের কার্পেটিং সুতা ও বস্তা তৈরির সুতা তৈরি হয়।

সর্বশেষ খবর