বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিলাবৃষ্টিতে মাগুরায় ফসল নষ্ট

মাগুরা প্রতিনিধি

সোমবার মধ্যরাতে শিলাবৃষ্টিতে মাগুরার শ্রীপুর উপজেলা সদর, দারিয়াপুর, আমলসার ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে উঠতি ফসল পিয়াজ, রসুন, গম, পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক শতাধিক বাড়িঘরের টিন শিলার আঘাতে ছিদ্র হয়ে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। কৃষি বিভাগ, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ক্ষতিগ্রস্ত কৃষকের মতে এসব গ্রামে অন্তত ১ হাজার ৩০০ হেক্টর জমির ৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক সহস্রাধিক।

গতকাল সকালে শ্রীপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের গৃহিণী মিনারা বেগম বলেন, ‘সোমবার রাত ৩টার দিকে ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হওয়ায় আমাদের টিনের চাল ফুটো হয়ে যায়। ঘরের মধ্যে পানি পড়ায় ছোট ছেলেমেয়েদের নিয়ে খাটের তলে আশ্রয় নিতে হয়। বসতঘরের টিনের চালা ছিদ্র হয়েছে। এ ছাড়া মাঠে যে ফসল ছিল সবই নষ্ট হয়ে গেছে।’ আমলসার ইউনিয়নের বালিয়াঘাটা মাঠে পিয়াজের খেতে নষ্ট হয়ে যাওয়া পিয়াজ খোঁড়াখুঁড়ি করছিলেন নিরোধ রায়। তিনি বলেন, ‘আমার দেড় একরসহ এ মাঠে কয়েক হাজার একর জমিতে পিয়াজ ও রসুন ছিল। সবই নষ্ট হয়ে গেছে। অধিকাংশ কৃষকই সমিতি অথবা ধার করে আবাদ করেছিল। ফসল নষ্ট হয়ে যাওয়ায় সবাই এখন চোখে অন্ধকার দেখছি।’

আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস বলেন, ‘বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, রাতে যে শিল পড়েছিল তা দুপুর পর্যন্ত বিদ্যমান ছিল।’ তখলপুর, কালিনগর, দুর্গাপুর, বালিঘাটা, রাজাপুর ঘুরে দেখা গেছে, বিস্তৃত এলাকায় মাঠের পিয়াজ, রসুন, গম, সবজি, কলা, বাঙ্গিসহ অন্তত ৪০টি পানের বরজ ব্যাপকভাবে বিনষ্ট হয়েছে। কয়েক শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, শ্রীপুর উপজেলার চার ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে ১ হাজার ৩০০ হেক্টর জমির প্রায় ৪ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আকস্মিক শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক বাড়িঘরের টিন নষ্ট হয়েছে। এগুলো মেরামতের ব্যবস্থার পাশাপাশি জেলা কৃষি অফিস, দুর্যোগ ও ত্রাণ বিভাগকে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা দ্রুত নিরূপণ করার জন্য বলেছি।’

সর্বশেষ খবর