বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

নাটোরে কিস্তির টাকা তুলছে এনজিও, ক্ষোভ

নাটোর প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে নাটোরের জেলা প্রশাসক সব এনজিওর কিস্তি আদায় স্থগিতের ঘোষণা দেন। এতে দিনমজুর মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে এ নির্দেশ মানছেন না অধিকাংশ এনজিওর মাঠকর্মীরা। এ নিয়ে ঋণগ্রহীতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। গত রবিবার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনা জারির পর থেকে প্রায় অর্ধশত জেলাবাসী তাদের ফেসবুকের টাইমলাইনে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের ছবি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাটোরের জেলা প্রশাসকের অনুরোধের পরও এনজিওগুলো তাদের কিস্তি আদায় অব্যাহত রেখেছে। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) শাখার ম্যানেজার মমিনুল হক বলেন, ‘কিস্তি আদায় বন্ধে আমাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই আমরা যথারীতি মাঠে কাজ করছি। আর আমরা জেলা প্রশাসকের নির্দেশ মানতে বাধ্য নই। তবে আমার প্রতিষ্ঠান কিস্তি বন্ধের নির্দেশ দিলে শুনব।’..

সর্বশেষ খবর